duck farm । হাঁস প্রতিপালন পদ্ধতি পর্ব-১

হাঁস প্রতিপালন পদ্ধতি:

duck farming for eggs
Duck farm

পোল্ট্রিতে মুরগীর গুরুত্ব বেশী হলেও আমাদের দেশে স্থান বিশেষে হাসঁ প্রতিপালন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তুলনামূলকভাবে হাসঁ প্রতিপালন মুরগী প্রতিপালন অপেক্ষা সহজ সাধ্য এবং হাসঁ প্রতিপালনের প্রধান উদ্দেশ্য হল ডিম উৎপাদন। হাঁসেরা দ্রুত বৃদ্ধি পায় এবং এদর ডিম উৎপাদনের হারও বেশী।




যেহেতু হাঁসেরা জলের পরিবেশে থাকতে ভালবাসে সে জন্য এদের প্রতিপালনের জন্য খাঁচা নির্মানের প্রয়োজন পড়ে না। দিনের বেলায় হাঁসেরা পুকুর, ডোবা, খাল-বিল ইত্যাদিতে স্বাচ্ছন্দে সাঁতার কেটে বেড়ায় এবং জলে বিদ্যমান শামুক, গুগলী, ঝিনুক প্রভৃতি খাদ্যরুপে গ্রহন করে। শুধুমাত্র রাত্রে বিশ্রামের জন্য হাঁসদের ঘরের প্রয়োজন হয়।




চ্যানেলটি ভাল লাগলে Subscribe করে রাখেন।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment