how to start a duck farm । হাঁস প্রতিপালন পদ্ধতি,পর্ব-২ হাঁসের পালন ঘর

হাঁসের পালন ঘর

how to start a duck farm, https://agri9.blogspot.com/
duck shed

হাঁস প্রতিপালনের জন্য সামান্য উচু ঢালু জমিতে দো-আঁশ মাটিযুক্ত স্থানে পালন ঘর নির্মান করা উচিত। অবশ্য মেঝের উপর খর ও কাঠের গুড়ার লিটার ছড়িয়ে দিলে ভাল হয়। পালন ঘরে আলো বাতাস চলাচলের সু-বন্দবস্ত থাকা প্রয়োজন। পালন ঘরের ছাদ ৪ ফুট উচু হওয়া সমীচীন।



পালন ঘরের প্রতিটি হাসের জন্য ৪ বর্গফুট স্থান থাকা প্রয়োজন। ঘরে খাদ্য পানি রাখার পাত্র এবং ডিম পাড়ার জন্য ১৮"x১২'' বাক্স রাখা উচিত। হাসের ঘরের মেঝে জীবানুনাষক ঔষধ দ্বারা পরিস্কার করা উচিত।
পালন ঘরের দরজা যেন রাত্রি বেলা বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখতে হব কারন শিয়াল, খাটাশ বা অন্য কোন নিশাচর প্রাণী সেখানে ঢুকতে না পারে।




  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment