what to feed ducks । হাঁসের খাদ্য ব্যবস্থাপনা ও খাদ্যের উপাদানসমূহ

হাঁসের খাদ্য ব্যবস্থাপনা ও খাদ্যের উপাদানসমূহ

duck feed, https://agri9.blogspot.com/
duck feed

হাঁস জলে বা উন্মুক্ত স্থানে বিচরন করলে পরিবেশ থেকে খাদ্য সংগ্রহ করে। অনেক সময় এ খাদ্য পর্যাপ্ত হয় না। সেজন্য হাঁস ছাড়ার আগে এবং পালন ঘরে তোলার পরে প্রতিটি হাঁসকে ৬০-৭০ গ্রাম কৃত্রিম খাবার দিতে হবে। কৃত্রিম এ খাদ্যকে ম্যাশ বলে। 







মুরগীর জন্য ব্যবহৃত ম্যাশও ভেজা অবস্থায় হাঁসকে দেওয়া চলে। প্রাকৃতিক খাদ্যের অভাব হলে প্রতিটি হাঁসকে ১৫০-১৭০ গ্রাম ম্যাশ, পর্যাপ্ত পরিমানে বিশুদ্ধ পানি ও ২৫ গ্রাম সবুজ শাকসবজি বা কচি ঘাস কুচি কুচি করে কেটে দিতে হবে।

হাঁসের খাদ্য উপাদানগুলো নিম্নরুপ:
১. চালের খুদ.......................৪৫-৬০%
২. গমের ভূসি.....................২৫-৩৫%
৩. সয়াবিন বা তিল বা চিনাবাদামের খৈল..........১০-২০%
৪. শুটকি মাছের গুঁড়া........৮-১৫%
৫. ঝিনুকের বা শামুকের খোলক গুড়া......২.৫-৯%
৬. সাধারন লবন.................০.৫%
৭. ভিটামিন ও খনিজ মিশ্রন...০.২৫%


  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment