fumigation । মুরগীর ঘর বা সেড যেভাবে ফিউমিগেশন করে জীবানুমুক্ত করবেন ভিডিওসহ।

 ফিউমিগেশন পদ্ধতি:



১। প্রতি ঘনফুট জায়গার জন্য ৫ গ্রাম পটামিয়াম পারম্যাঙ্গানেট এবং ১০ মিলি লিটার ফরমালিন ব্যবহার করতে হবে।


২। ফিউমিগেশন শুরুর পূর্বে সেডের  প্রয়োজনীয়  ব্রুডিং মালামাল যেমন ব্রুডার, ড্রিংকার, চিক ট্রে,প্লেইন সীট ইত্যাদি এবং সেডের সমস্ত অংশে তুষ বিছানো  আছে কিনা দেখতে হবে।


৩। এবার সেডের আয়তন অনুযায়ী  যতটুকু পটাসিয়াম পারম্যাঙ্গানেট এবং  ফরমালিন দরকার তা হিসাব করতে হবে।

 
৪। ফিউমিগেশনের জন্য মাটির পাত্র  অথবা ব্লিচিং এর খালি ড্রাম প্রস্তুত রাখতে হবে।
৫। উদাহরণ স্বরুপ যদি একটি সেডের জন্য ৬ কেজি  পটাসিয়াম পারম্যাঙ্গানেট এবং ১২ লিটার ফরমালিন দরকার হয়  তাহলে  ১২ টি ১ লিটারের খালি বোতল এবং ১২ টি মাটির পাত্র অথবা ব্লিচিং এর খালি ড্রাম  দরকার।

৬। এবার প্রতিটি পাত্রে ৫০০ গ্রাম পটামিয়াম পারম্যাঙ্গানেট  নিতে হবে এবং ১ লিটার ফরমালিন  আলাদাভাবে প্রস্তুত  রাখতে হবে।

৭। এবার পাত্রের  যে জায়গায় ফরমালিন ঢালা হবে তার চারদিকের তুষগুলি ২ ফুট পরিমান সরিয়ে দিতে হবে এবং পটাসিয়াম পারম্যাঙ্গানেটর  উপর  ফরমালিন ঢালার কাজ সেডের শেষ প্রান্ত থেকে শুরু করতে হবে।

 ৮।এবার  পটামিয়াম পারম্যাঙ্গানেটর  উপর  ফরমালিন ঢালার কাজ একই ভাবে  দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সেডের সার্ভিস রুম পর্যন্ত  এসে সেডের দরজা বন্ধ করে দিতে হবে এবং এসময়  সাবধানতা অবলম্বন করতে হবে সেক্ষেত্রে মাক্স, টুপি, ফায়ার এসটিংগুইসার ইত্যাদি ব্যবহার করতে হবে ।


৯। ২৪ ঘন্টা সেডের দরজা বন্ধ রাখার পর  সেডের ভিতর থেকে ফরমালডিহাইড গ্যাস বের করে দিতে হবে।


  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment