পোল্ট্রি ফার্মের তুষ বা লিটার জীবাণুমুক্তকরণ পদ্ধতি। best chicken run bedding

তুষ জীবাণুমুক্তকরণ পদ্ধতি:

১।  তুষ অবশ্যই ভাল গুনগত মান সম্মত হতে হবে
২।  সেডের জন্য তুষ গ্রহন করার সময় অবশ্যই ভাল ভাবে জীবানুনাশক যেমন ৯ লিটার পানিতে ১ লিটার ফরমালিন (৯ :১) এবং কপার সালফেট ৫-১০ গ্রাম/লিটার পানি দিয়ে স্প্রে করে নিতে হবে।

৩।  সমস্ত তুষ চালনী  দিয়ে চেলে নিতে হবে। কারণ তুষের ভিতর চালের গুড়া, ধুলা বালি, খড় ইত্যাদি থাকে। যদি তুুষ চালার জন্য আলাদা ঘর না থাকে তাহলে একটি সেডে তুষ চালার ব্যবস্থা করতে হবে এবং তুষ চালা শেষ হলে এই সেড ভালো ভাবে  পরিস্কার করে নিতে হবে।
৪। সেডের সমস্ত অংশে তুষ বিছিয়ে সেডের ভিতর ফিউমিগেশন করতে হবে। তুষের পুরুত্ব শীতকালে ৩-৪ ইঞ্চি এবং গরমকালে ৪-৫ ইঞ্চি হতে হবে।
৫। বাচ্চা উঠার একদিন পূর্বে তুষের উপর চিক পেপার বিছাতে হবে।


তুষ বা লিটার কিভাবে ব্যবস্থাপনা করতে হয় তা প্রাকটিকেল দেখতে চাইলে নিচের ভিডিওটি দেখতে পারেন।



পোল্ট্রি চ্যানেল ভাল লাগলে Subscribe করে রাখেন।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment