মুরগীর ভ্যাকসিন করার পরে করণীয় । poultry vaccination methods of ND

ভ্যাকসিন করার পরে করণীয়:

১. ভ্যাকসিন করার পরে ভ্যাকসিনের কাজে ব্যবহৃত সকল জিনিষপত্র প্রয়োজনীয় জীবানুনাশকের মাধ্যমে কার্যকরভাবে জীবানুমুক্ত করতে হবে নতুবা পুড়িয়ে ফেলতে হবে বা মাটির গভীরে পুঁতে ফেলতে হবে।
২. ভ্যাকসিনেশনের পর মুরগীকে আরামদায়ক পরিবেশে রাখতে হবে। পর্যাপ্ত খাবার, পানি ও বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে।


ব্রিডার ফার্মে ভ্যাকসিন সমূহ: 
১। মারেক্স
২। আই. ডব
৩। আই.বি.ডি
৪। রানীক্ষেত
৫। কক্সিডিওসিস
৬। রিও
৭। ফক্স
৮। এ.ই
৯। এম.জি
১০। ফাউল কলেরা
১১। সালমোনিলা
১২। করাইজা
১৩। সিকেন এ্যানিমিয়া
১৪। ই.ডি.এস
১৫। আই.এল.টি



বাণিজ্যিক লেয়ার ফার্মে ভ্যাকসিন সমূহ:
১। মারেক্স
২। আই. বি
৩। আই.বি.ডি
৪। রানীক্ষেত
৫। কক্সিডিওসিস
৬। রিও
৭। ফক্স
৮। ফাউল কলেরা
৯। করাইজা
১০। ই.ডি.এস

বাণিজ্যিক ব্রয়লার ফার্মে ভ্যাকসিন সমূহ:
১। গামবুরো
২। রানীক্ষেত।


poultry vaccination methods of ND,(কিভাবে NDভ্যাকসিন দিবেন তা নিচের ভিডিও 

দেখে করতে পারেন)


  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment