Vaccination (ভ্যাকসিন) of poultry farm, Part-1, Bangla tutorial with video

ভ্যাকসিন ব্যাবস্থাপনা
                                  ডাঃ কাইয়োম ফরাজী
ভ্যাকসিন কি?
ভ্যাকসিন জৈবিক প্রক্রিয়ায় প্রস্তুত এক ধরনের উপাদান যা কোন নির্দিষ্ট রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়।

ভ্যাকসিনে কি থাকে?
ভ্যাকসিনশের মাধ্যমে যে রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরী করা হয়, ভ্যাকসিনের সে রোগের জীবানুর সদৃশ কোন জীবানু, বা ঐ রোগের জীবানুর কোন দূর্বল প্রজাতি বা প্রকার, বা তার আংশিক কোন উপাদান অথবা ঐ জীবানু  থেকে উৎপাদিত কোন বস্তু থাকে।
ভ্যাকসিনের প্রকারভেদ:
১। লাইভ (এটিনিউয়েড ভ্যাকসিন)
২। কিল্ড (ইনএকটিভিটেড ভ্যাকসিন)
৩। সাব ইউনিট ভ্যাকসিন
৪। টক্সয়েড ভ্যাকসিন
৫। কনজুগেট ভ্যাকসিন
৬। ডি.এন.এ ভ্যাকসিন
৭। রিকম্বিনেন্ট ভেক্টর ভ্যাকসিন

বর্তমানে পোল্ট্রিতে প্রধানত দুই ধরনের ভ্যাকসিন ব্যবহৃত হয়।


১। লাইভ ভ্যাকসিন
২। কিল্ড ভ্যাকসিন
ইদানিং পোল্ট্রিতে রিকম্বিনেন্ট ভেক্টর ভ্যাকসিন ও কিছু কিছু ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।
১। লাইভ ভ্যাকসিন:  লাইভ ভ্যাকসিনের সাধারণত পরিমানে কম ও শুধুমাত্র একধরনের এন্টিজেন থাকে। ইহা সাধারণত স্প্রে, খাবার পানিতে অথবা চোখে ফোঁটা এবং কোন কোন ক্ষেত্রে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করতে হয়।
২। কিল্ড ভ্যাকসিন: কিল্ড ভ্যাকসিন সাধারণত ওয়েল ইমালশান বা এলুমিনিয়াম হাইডোক্সাইডের সাথে অধিক পরিমানে নিষ্ক্রিয় এন্টিজেন থাকে।

f¨vKwmb m¤ú‡K© AviI we¯ÍvwiZ Rvb‡Z wb‡Pi wfwWIwU †`L‡Z cv‡ib|


পোল্ট্রি চ্যানেল ভাল লাগলে Subscribe করে রাখেন।


  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment