breeding hapa । কিভাবে ব্রিডিং হাঁপা ও হ্যাচিং হাঁপা তৈরী করবেন।

Breeding hapa তৈরীঃ


১. জনন হাপা মার্কিন কাপড় দিয়ে করতে হয়। এটি নানা মাপের হয়ে থাকে।


২. জনিত মাছের ওজনের উপর নির্ভর করে হাপার আয়তন নির্ধারন করা হয়। এ হাঁপার একটি মাত্র কোনা খোলা থাকে। এ কোনা দিয়ে জনিতা মাছ হাপায় ঢোকানো এবং হাপা হতে বের করা হয়।
৩. চারটি খুঁটি দ্বারা হাপার ৪ কোনা পুকুর, খাল বা নদীতে এমনভাবে স্থাপন করা হয় যাতে তার ভিতর পানি থাকে। এ Breeding hapa প্রজননের আগে মাছগুলো ভীষনভাবে উত্তেজিত হয় এবং স্ত্রী মাছ ডিম পাড়ে ও পুরুষ মাছ তা নিষিক্ত করে।



নিষিক্ত ডিম সংগ্রহ ও হ্যাচিং হাপায় স্থানান্তরঃ


প্রজননের কমপক্ষে ৪/৫ ঘন্টা পর নিষিক্ত ডিমগুলো জনন হাপা থেকে হ্যাচিং হাপায় ছাড়া হয়।


হ্যাচিং হাঁপা তৈরীঃ


হ্যাচিং হাপার গঠন বৈচিত্র্য আছে। এটি আসলে ২টি হাঁপা দ্বারা তৈরী। একটি সাধারন মার্কিন কাপড়ের বড় হাপার ভিতরে মশারীর তৈরী এবং অপরটি এমনভাবে রাখা হয় যেন বাইরের ও ভিতরের হাপা ২টির মধ্যে কিছুটা ফাঁক থাকে। এ হাপাকে পুকুর, খাল কিংবা নদীর পানির মধ্যে ৪টি বাঁশের খুঁটি পুতে বসাতে হয়। হাপার ৪ কোনায় ইট বেধে ঝুলিয়ে দিলে পানির মধ্যে এটি ঠিক থাকে। হাপার বাইরের মাপ ১৮২সে.মি.*৯১ সে.মি.*৯১ সে.মি. এবং হাপার ভিতরের মাপ ১৫২সে.মি.*৭৬সে.মি.*৭৬সে.মি.।

প্রাকটিকেল ভিডিও দেখতে চাইলে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন।

  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment